Apply As Instructor

বিশ্ব ব্যাপী তথ্যপ্রযুক্তিতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন। আপনি স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়ে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর এর কার্যক্রমকে সফলতার সাথে এগিয়ে নিতে সহায়তা করতে পরেন৷

How To Become A Teacher

স্বেচ্ছাসেবক হিসেবে নীচে উল্লেখিত যেকোন একটি বা একাধিক কার্যক্রমে আপনি সম্পৃক্ত হতে পারেন৷ ১। ই-ট্রেইনার হয়ে সবাই কে শেখাতে পারেন। ২। বিখ্যাত ব্যক্তিদের জীবনী লেখা

এলানটিচ ডট কম-এ যে কেউ ই-ট্রেইনার ও লিখতে পারেন। র্কোস ও লেখা জমা দেয়ার জন্য এলানটিচ ডট কম-এ একটি আইডি করতে হবে। নিজের অ্যাকাউন্টে লগ-ইন করার পর, মাই অ্যাকাউন্ট-এ গিয়ে যুক্ত করুন নিজের প্রোফাইল ছবি।তারপর আমাদের ইমেইল করুন আপনার ইউজার আইডির র‍্যাঙ্ক বাড়ানোর জন্য ই-মেইলঃ alahanuddin@gmail.com. আমাদের প্রতিটি লেখার সাথে লেখকের ছবি প্রকাশ করা হয়।
নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে, স্টোরি/আর্টিকেল/ভিডিও টিউটোরিয়াল/ই-ইক্সাম হিসাবে জমা দিতে হবে আপনার সেরা লেখাটি।
নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে, স্টোরি/আর্টিকেল/ভিডিও টিউটোরিয়াল/ই-ইক্সাম হিসাবে জমা দিতে হবে আপনার সেরা লেখাটি। ই-ট্রেইনার হতে হলেঃ
১) ই-কোর্সের শিরোনাম
২) ই-কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা
৩) কাদের জন্য ই-কোর্স? (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সবার জন্য)
৪) ই-কোর্সে কয়টি লেকচার থাকবে?
৫) ই-লেকচারগুলোর বর্ণনা/ই-কোর্সের সিলেবাস
৬) ই-কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?
৭) (সম্ভব হলে) ই-কোর্সের বর্ণনা দিয়ে বানানো একটি ইউটিউব ভিডিও।
৮) ই-কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি ।
এছাড়াও কোনও সমস্যা হলে, যোগাযোগ করতে পারে info@elanteach.com এই ঠিকানায়।
সরাসরি কিছু স্টোরি/আর্টিকেল/ভিডিও টিউটোরিয়াল/ই-ইক্সাম হিসাবে জমা দিতে পারবেন এই ই-মেইলেঃ alahanuddin@gmail.com
Translate »